odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

আসন্ন বিশ্বকাপেও বড় কিছু করতে চায় সাকিব

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ July ২০২৩ ২১:১৯

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ July ২০২৩ ২১:১৯

আজ বৃহস্পতিবার সিলেটে সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এসেছিলেন আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে পেলে আসন্ন বিশ্বকাপ নিয়ে প্রশ্ন উঠবে না- এমনটা হতে পারে না।

আগে থেকেই কোনো ঘোষণা না দিয়ে সাকিব জানালেন, তিনি আসন্ন বিশ্বকাপে ব্যাটিং এবং বোলিংয়ে দলে অবদান রাখতে চান।

তাই আবারও প্রশ্ন উঠল- ব্যাট এবং বল হাতে সুনির্দিষ্ট কোনো সংখ্যাকে তিনি লক্ষ্য বানিয়েছেন কিনা? জবাবে বিশ্বের অন্যতম সেরা এই অল-রাউন্ডার জানালেন, গত বিশ্বকাপের মতো এবারও তিনি দারুণ কিছু করতে চান। সাকিবের ভাষায়, 'ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।'



আপনার মূল্যবান মতামত দিন: