odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ওয়ানডে বোলার র‍্যাংকিংয়ে সেরা দশে সাকিব

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ July ২০২৩ ২২:১০

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ July ২০২৩ ২২:১০

আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরে গেলেও বল হাতে দারুণ করেছেন সাকিব আল হাসান। প্রথম ওয়ানডেতে ৯ রানে ১ উইকেট ও দ্বিতীয় ওয়ানডেতে ৫০ রানে ২ উইকেট পেয়েছেন। আর শেষ ওয়ানডেতে ১০ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান, পেয়েছেন ১টি উইকেট। এমন বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব।

আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।

বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যায়, তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব আল হাসান। ৬১৮ রেটিং পয়েন্ট এই বাঁহাতি স্পিনারের। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড।



আপনার মূল্যবান মতামত দিন: