odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

শততম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁলেন আফ্রিদি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৬ July ২০২৩ ২০:৪৫

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৬ July ২০২৩ ২০:৪৫

অবশেষে টেস্ট ক্রিকেটে এক শ উইকেটের মাইলফলক ছুঁতে এক বছরের অপেক্ষা ফুরাল পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদির। আজ রবিবার থেকে গলে শুরু হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

ইনজুরির কারণে এক শ উইকেটের জন্য প্রায় এক বছর অপেক্ষা করতে হয়েছে আফ্রদিকে। প্রয়োজন ছিল মাত্র এক উইকেটের। শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে তিনি এক শ উইকেটর মালিক হয়ে যান।

ক্যারিয়ারের ২৬তম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফ্রিদি। তিনি পাকিস্তানের হয়ে টেস্টে এক শ উইকেট নেওয়া অষ্টম দ্রুততম বোলার। পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট নিয়েছেন স্পিনার ইয়াসির শাহ, তার লেগেছিল ১৭ টেস্ট।



আপনার মূল্যবান মতামত দিন: