odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

গ্রামাঞ্চলে ফের বেড়েছে লোডশেডিং

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ July ২০২৩ ১৪:০৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ July ২০২৩ ১৪:০৪

সারা দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়েছে বিদ্যুতের চাহিদা। তবে চাহিদানুযায়ী বিদ্যুতের উৎপাদন বাড়াচ্ছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। দেশে এখন গড়ে দেড় থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতির কারণে ঢাকার বাইরের জেলা শহর ও গ্রামাঞ্চলে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।

বিপিডিবির কর্মকর্তারা বলছেন, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও জ্বালানিসংকটে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। ফলে গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়ে গেছে। এক মাসেরও বেশি সময় দেশে অতিরিক্ত লোডশেডিং থেকে মুক্ত ছিল দেশের মানুষ। এতে বিদ্যুৎ নিয়ে অনেকটাই স্বস্তিতে ছিল সাধারণ জনগণ।এর বড় কারণ বৃষ্টিতে তাপমাত্রা কমে যাওয়া।

বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুর ১২টার সময় লোডশেডিং ছিল এক হাজার ৬১৪ মেগাওয়াট। তখন বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ২০০ মেগাওয়াট; উৎপাদন হয় ১২ হাজার ৫৮৬ মেগাওয়াট।



আপনার মূল্যবান মতামত দিন: