ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

তিনদিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩ ১৪:১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩ ১৪:১২

জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সম্মেলনে অংশ নিতে আজ রবিবার ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে আগামীকাল সোমবার তিন দিনব্যাপী ওই সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা আজ ভোরে ইতালির উদ্দেশে ঢাকা ছাড়বেন। বাংলাদেশ সময় সন্ধ্যায় তাঁদের ইতালিতে পৌঁছার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এই সম্মেলনে যোগ দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ফুড সিস্টেম অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন’ শীর্ষক প্লেনারি সেশনে অংশ নেবেন। 



আপনার মূল্যবান মতামত দিন: