odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৪ July ২০২৩ ০২:৫৮

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৪ July ২০২৩ ০২:৫৮

মো. নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় গলাচিপায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষার্থীদের ক্রীড়া নৈপূন্য ও খেলাধুলার মাধ্যমে দেশের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য বর্তমান সরকার এর নির্দেশ মোতাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর গলাচিপা উপজেলা পর্যায়ে আজ রবিবার (২৩জুলাই) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্ট খেলা-২৩ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গলাচিপা-দশমিনা ১১৩ পটুয়াখালী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহিন সাহ, গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। এতে সভাপতিত্ব করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম ও ক্রীড়া সংস্থার সেক্রেটারী আবু বকর শিবলী সহ সহকারি শিক্ষা অফিসার। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সূধি প্রধান শিক্ষক সহ শত শত ক্রীড়া অনুরাগীরা খেলা উপভোগ করে। খেলায় শত শত ক্রীড়ামোদী শিক্ষার্থীরা খেলার মাঠে ভিড় জমায়।



আপনার মূল্যবান মতামত দিন: