odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৪ July ২০২৩ ০৬:৩১

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৪ July ২০২৩ ০৬:৩১

ইমার্জিং এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তান ‘এ’ দল। আজ রবিবারের ফাইনালে চিরপ্রতিদন্দ্বী ভারতকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তারা শিরোপা জিতে নিয়েছে। পাকিস্তানের করা ৩৫২ রানের বিশাল স্কোরের জবাবে মাত্র ২২৪ রানে গুটিয়ে গেছে ভারতীয় ‘এ’ দল।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তান পায় ১২১ রানের দারুণ উদ্বোধনী জুটি। দুই ওপেনার সাইম আইয়ুব ৫১ বলে ৫৯ আর সাহিবজাদা ফারহান ৬২ বলে ৬৫ রান করেন। চারে নেমে ৭১ বলে ১০৮ রানের বিধ্বংসী সেঞ্চুরি উপহার দেন তায়েব তাহির। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৪টি ছক্কার মার। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান তোলে পাকিস্তান।

রান তাড়ায় নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। ৬৪ রানের ওপেনিং জুটি ভাঙার পর তারা নিয়মিত উইকেট হারিয়েছে। ৫১ বলে সর্বোচ্চ ৬১ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা।

আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান অধিনায়ক ইয়াশ ধুলের। অপর ওপেনার সাই সুদর্শনের ২৯ রান ছাড়া আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি! ৪০ ওভারে ২২৪ রানে অল-আউট হয় ভারত। ৬৬ রানে ৩ উইকেট নেন সুফিয়ান মুকিন। এছাড়া আরশাদ, মেহরান এবং ওয়াসিম ২টি করে উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: