ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
হলের সীটের দাবিতে রাতে

জাবিতে ভিসির বাসভবনের সামনে ছাত্রীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ১৪:৩৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩ ১৪:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলে সিট বরাদ্দের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। 

রবিবার (২৩ জুলাই) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় থেকে শতাধিক ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। আন্দোলনরত ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের (শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া) আবাসিক শিক্ষার্থী।

ছাত্রীদের দাবি হচ্ছে, অবিলম্বে আবাসিক হলে তাদেরকে আসন বরাদ্দ করা। নতুন হল আগামী এক সপ্তাহের ভেতরে খুলে দিতে হবে।

এদিকে, উপাচার্যের বাসভবনের গেটের সামনে অবস্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। তাঁরা বলছেন ছাত্রীদের নিরাপত্তার জন্য তারা এসেছেন। শিক্ষার্থীদের দাবির সঙোগ তারাও একমত



আপনার মূল্যবান মতামত দিন: