odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

পায়ে চোট পেয়ে ইনজুরিতে নেইমার

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩ October ২০১৭ ১৮:৫১

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩ October ২০১৭ ১৮:৫১

ব্রাজিল জাতীয় দলের অনুশীলন ম্যাচে খেলতে নেমে ইনজুরিতে পড়েছেন নেইমার। তিনি পায়ে চোট পেয়েছেন বলে ডেইলি মেইল সূত্রে জানা গেছে

পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় আগেই রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। তারপরও আনুষ্ঠানিকতা রক্ষার জন্য বলিভিয়া ও চিলির সঙ্গে লড়তে হবে তাদের। সেই ম্যাচ খেলার জন্যই নেইমার ফ্রান্স থেকে ব্রাজিলে ছুটে গেছেন। মূল ম্যাচ খেলার আগে সোমবার অনুশীলনে নেমেছিলেন তারা। নেইমার চোট পাওয়ায় ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে, চেলসি থেকে উইলিয়াম এবং ম্যানচেস্টার সিটি থেকে গ্যাব্রিয়েল জেসাসকে দলে ডেকেছেন।অবশ্য নেইমারের চোট খুব গুরুত্বর নয় বলে জানান কোচ।



আপনার মূল্যবান মতামত দিন: