odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

গ্লোবাল টি-টোয়েন্টি লীগে সাকিবের জয়জয়কার

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৪ July ২০২৩ ২০:২৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৪ July ২০২৩ ২০:২৪

কানাডায় সাকিবময় আরো এক দিন। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আবারো আলো ছড়ালেন তিনি। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখলেন, জ্বলে উঠলেন ব্যাটে-বলে। বল হাতে ২৮ রানে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে খেলেন ২৪ বলে ৩৬ রানের ইনিংস। জয় পেয়েছে তার দলও।

রোববার রাতে মিসিসাউগা প্যানথার্সের মুখোমুখি হয় সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্স। প্যানথার্সদের এই ম্যাচে ৭ উইকেট হারায় টাইগার্সরা। এই জয়ে ব্যাটে বলে নেতৃত্ব দেন সাকিব। যদিও সুযোগ ছিল বড় ইনিংস খেলার, তবে তা আর হয়নি। দ্রুত রান তুলতে গিয়ে ফেরেন তিনি।

তবে বল হাতে তিনি যথেষ্ট সফল ছিলেন। ৪ ওভার শেষে ২৮ রান খরচে গুরুত্বপূর্ণ ১ উইকেট তুলে নেন। 



আপনার মূল্যবান মতামত দিন: