
পূর্ব শিডিউল অনুযায়ী সৌদি আরব থেকে বাংলাদেশী হাজীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হচ্ছে বৃহস্পতিবার। অথচ এখনও ২০ হাজারের বেশি হাজী দেশটিতে অবস্থান করছেন। নির্ধারিত সময়ের মধ্যে সবার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে পরবর্তীতে অনির্ধারিত ফ্লাইটে বাকী হাজীরা দেশে ফিরবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ধর্মমন্ত্রণালয় ও হজ অফিস সূত্রে জানা গেছে, এবছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন (ব্যবস্থাপনা সদস্য সহ) পবিত্র হজ পালনে সৌদি আরবে যান। হজ শেষে ৬ সেপ্টেম্বর থেকে হাজীদের দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। সোমবার রাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে সর্বমোট ১ লাখ ২ হাজার ৬৬৭ জন হাজী দেশে ফিরেছেন। মঙ্গলবার আরও ১৪টি ফ্লাইটে প্রায় ৫হাজার হজযাত্রীর দেশে ফেরার শিডিউল ছিলো। সে হিসেবে এখনও ২০হাজারের বেশি হাজী সৌদিতে অবস্থান করছেন। বুধ ও বুহস্পতিবার পর্যন্ত ২১টি ফ্লাইট শিডিউল রয়েছে। এসব ফ্লাইটে সর্বোচ্চ ৮ হাজার হাজী ফিরতে পারবেন। তাই বাকীদেরকে অনির্ধারিত শিডিউলে ফিরতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: