odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

সমাবেশেকে কেন্দ্র করে ঢাকা-মাওয়া মহাসড়কে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার 

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২৮ July ২০২৩ ০৩:০৪

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২৮ July ২০২৩ ০৩:০৪

নিজস্ব প্রতিবেদক :

আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ও বিএনপির নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশ কেন্দ্র করে আজ বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়কে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জ অংশের বিভিন্ন স্থান ঘুরে দেখাযায়, সিরাজদিখান উপজেলার  নিমতলা, শ্রীনগর উপজেলার ছনবাড়ি, পদ্মা উত্তর থানার চৌরাস্তা ও লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাট পয়েন্টে পুলিশের অবস্থান।  হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, চেক পোস্টগুলো বসানো হয়েছে পুলিশের ক্রাইম শাখা থেকে। আমাদের হাইওয়ে পুলিশের থেকে কোন চেকপোস্ট বসানো হয়নি। 



আপনার মূল্যবান মতামত দিন: