odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

বার্সার কাছে ৩-০ ব্যবধানে হারল রিয়াল

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৩০ July ২০২৩ ২০:০৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৩০ July ২০২৩ ২০:০৪

রিয়াল মাদ্রিদকে হারাল বার্সেলোনা। এটি অবশ্য প্রীতি ম্যাচ ছিল। তাতে কী! রিয়াল-বার্সা মুখোমুখি হওয়া মানেই তো একটা ‘যুদ্ধ’। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের এটি এন্ড টি স্টেডিয়ামের ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনা জয় লাভ করেছে ৩-০ ব্যবধানে।

ম্যাচের ১৫তম মিনিটে প্রথম লিড নেয় বার্সা। ফরাসি তারকা উসমান দেম্বেলে ডান প্রান্ত থেকে দারুণ শটে গোলটি করেন।

পাঁচ মিনিট পরই অবশ্য গোল পরিশোধের দারুণ এক সুযোগ পেয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু পেনাল্টি শটে গোল করতে পারেননি দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র, বল লাগে ক্রসবারে। ভাগ্য সহায়তা করছিল না রিয়ালকে। চুয়ামেনি ও ভিনির নেওয়া আরো একটি করে শট ক্রসবারে লেগে ফিরে আসে।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে বার্সা। ৮৫তম মিনিটে বার্সার হয়ে ২০ বছর বয়সী মিডফিল্ডার ফেরমিন লোপেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বার্সার তিন নম্বর গোলটি আসে ম্যাচের যোগ করা সময়ে। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে রীতিমতো বোকা বানিয়ে গোলটি করেন ফেরান তোরেস।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা। 



আপনার মূল্যবান মতামত দিন: