odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

অ্যাশেজের শেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ডের জয়

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১ August ২০২৩ ১৯:৩৪

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১ August ২০২৩ ১৯:৩৪

রোমাঞ্চ, বিতর্ক, নাটক আর উত্তেজনায় ঠাসা ছিল পুরো অ্যাশেজ। শেষটা সাদামাটা হয় কিভাবে? ওভালে শেষ টেস্টেও সঙ্গী বিতর্ক আর রোমাঞ্চ। শেষ হাসিটা অবশ্য ইংল্যান্ডের। বারবার বাঁক বদলের নাটকীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে তারা হারাল ৪৯ রানে।

৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৩৪-এ। তাই জয় দিয়ে শেষ হল স্টুয়ার্ট ব্রডের অধ্যায়। তাতে ২-২ সমতায় শেষ হলো এবারের অ্যাশেজ। ২০১৯ সালেও ওভালে জিতে ২-২ সমতায় অ্যাশেজ শেষ করেছিল ইংল্যান্ড।

তাই টানা ২২ বছর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে না পারার অতৃপ্তি নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া। অবশ্য আগের অ্যাশেজ সিরিজ জেতায় ভস্মাধারটা থাকবে তাদেরই।



আপনার মূল্যবান মতামত দিন: