
পাকিস্তানের বাজাউরের সরকারি হাসপাতালের মুখপাত্র লিয়াকত আলী বলেছেন, পাকিস্তানের আফগানিস্তান সীমান্তের কাছে হওয়া এই আত্মঘাতী বোমা হামলায় এখন পর্যন্ত ৬৩ জন মারা গেছেন। আহত ১২৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৫৪ থেকে বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে।
এদিকে সাম্প্রতিক এই আত্মঘাতী বোমা হামলার সঙ্গে আফগান নাগরিকরা জড়িত ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের বাসিন্দাদের জাড়িত থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী।
সশস্ত্র গোষ্ঠীর সংবাদ সংস্থা আমাক এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামিক স্টেট (আইএসআইএল)-এর একজন আত্মঘাতী বোমা হামলাকারী ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে বিস্ফোরক জ্যাকেটের বিস্ফোরণ ঘটায়।’
পাকিস্তানের প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত খান নিশ্চিত করেছেন, আত্মঘাতী বোমা হামলার কারণে বিস্ফোরণটি ঘটেছে। বোমা হামলাকারীকে শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রধান নাজির খান বলেছেন, অন্তত তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: