odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

উত্তাল ঢেউয়ে বাড়ছে মেরিন ড্রাইভের ভাঙন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ August ২০২৩ ০৫:৩২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ August ২০২৩ ০৫:৩২

উত্তাল সাগরের জোয়ারে বড়বড় ঢেউ আছড়ে পড়ছে মেরিন ড্রাইভে। এতে সাগর পাড়ের দৃষ্টিনন্দন এ সড়কটির ভাঙন আরো তীব্র হচ্ছে। ভাঙন রোধে সেনাবাহিনীর প্রকৌশল কোর কাজ করছে। আপাতত মেরিন ড্রাইভের সামনে জিও টেক্সটাইল দিয়ে ভাঙন সামলাতে চেষ্টা করছে তারা।

এর আগে গত বুধবার রাতে পূর্ণিমার জোয়ারে মেরিন ড্রাইভের আটটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়।

কক্সবাজার কলাতলী থেকে টেকনাফ সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত ৮০ কিলোমিটার সড়কে গত তিন দিনে ১২টি স্পটে ভাঙন দেখা দেয়। সাবরাং ইউনিয়নের হাদুরছড়া, মুন্ডার ডেইল, খুরের মুখ ও বাহারছড়া এলাকায় সবচেয়ে বেশি ভাঙন দেখা দেয়। খণ্ড খণ্ড অংশে সড়কের ভাঙন প্রায় আড়াই শ মিটার বিস্তৃতি হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: