odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

তামিমের জন্য গর্ব হচ্ছে নাফিসের

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৫ August ২০২৩ ১৮:৪৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৫ August ২০২৩ ১৮:৪৮

দুজনই ওপেনার। একজন হয়ে উঠেছেন দেশের সেরা ব্যাটার, আর অন্যজনের ক্যারিয়ার থমকে গেছে অনেক আগেই। সদ্য ওয়ানডে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়া তামিম ইকবাল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেও প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরে এসেছেন। কিন্তু ইনজুরি তাকে আরো কিছুদিন মাঠের বাইরে রাখবে বিধায় তিনি গত বৃহস্পতিবার নেতৃত্ব ছেড়ে দিয়েছেন।

ছোট ভাই তামিমের এই সিদ্ধান্তে গর্ববোধ করছেন বড় ভাই নাফিস ইকবাল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমান টিম ম্যানেজার নাফিস লিখেছেন, ‘ভালো করেছিস, সাবাস! সব সময় দেশের জন্য এবং দলের জন্য ভাবতে হবে। আরেকবার তুই আমাদের গর্বিত করেছিস।’ পোস্টে ছোট ভাইয়ের সঙ্গে একটা ছবিও যুক্ত করেছেন বাংলাদেশের হয়ে ১১ টেস্ট এবং ১৬ ওয়ানডে খেলা নাফিস। 



আপনার মূল্যবান মতামত দিন: