odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 20th November 2025, ২০th November ২০২৫

দুদক সচিবের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৭ August ২০২৩ ০৫:৩০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৭ August ২০২৩ ০৫:৩০

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেছে।

রবিবার (৬ আগস্ট) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে মাহবুব হোসেন বলেন, কোনো রাজনৈতিক ইস্যু নয়, দুদকের আইন-কানুন সম্পর্কে জানতেই এসেছে মার্কিন প্রতিনিধিদল। দুদকের কার্যক্রম কিভাবে চলে, আইন ও বিধি-বিধান সম্পর্কে ধারণা নিয়েছে।

দুদক সচিব আরো বলেন, পারস্পরিক তথ্য আদান-প্রদানসহ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। টাকা পাচারের বিষয়ে সহযোগিতা কিভাবে হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: