
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও আহত হয়েছে প্রায় ১০০ জন। একজন পুলিশ মুখপাত্র এ পরিসংখ্যান নিশ্চিত করেছেন।
এদিন দেশটির সবচেয়ে বড় শহর করাচি থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে নবাবশাহের সাহারা রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি উল্টে যায়।
আহত যাত্রীদের কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছে।
রেলমন্ত্রী সাদ রফিক বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল।কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা জানার চেষ্টা চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: