odhikarpatra@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

নকল ভূমি কর রশিদ তৈরি, দলিল লেখক গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি | প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩ ২৩:৫৪

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩ ২৩:৫৪

নেত্রকোনার কেন্দুয়ায় নকল ভূমি উন্নয়ন কর রশিদ তৈরি করায় অভিযোগে নাসির খন্দকার নামে এক দলিল লেখককে গ্রেফতার করেছে প্রশাসন। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় কেন্দুয়া সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছন।

গ্রেফতার নাসির খন্দকার কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। তিনি পৌর শহরের দিগদাইর গ্রামের আব্দুর রউফ খন্দকারের ছেলে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নাসির খন্দকারকে এ মামলায় গ্রেফতার  দেখিয়ে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: