odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছে বসুন্ধরা কিংস

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১২ August ২০২৩ ১৯:০৭

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১২ August ২০২৩ ১৯:০৭

এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে একসময় খেলেছে মোহামেডান ও আবাহনী। এই শতকের গোড়ায় টুর্নামেন্টটা চ্যাম্পিয়নস লিগে রূপ নেওয়ায় এবং একই সময়ে এশিয়ার দ্বিতীয় স্তরে আরেকটা আসর চালু হওয়ার পর বাংলাদেশের আর কোনো ক্লাব এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলতে পারেনি। নতুন আদলের চ্যাম্পিয়নস লিগে এ দেশের প্রথম ক্লাব হিসেবে অভিষেক হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের। বলা যায়, নতুন একটা ইতিহাস লিখতে চলেছে কিংস।

আগামী ১৫ আগস্ট শারজায় শারজা এফসির বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ডের কোনো ম্যাচ খেলতে নামবে। নতুন ইতিহাস গড়ার মঞ্চে দারুণ কিছু করার স্বপ্ন চোখেই আজ কিংসের ফুটবলাররা দেশ ছাড়ছেন আরব আমিরাতের উদ্দেশে।

ক্লাব সভাপতি ইমরুল হাসানের কণ্ঠেও ইতিবাচক বার্তা, ‘প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে যাচ্ছে। এটা শুধু বসুন্ধরা কিংসের জন্য নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও গর্বের ব্যাপার।


LDC


আপনার মূল্যবান মতামত দিন: