odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

রোনালদোর জোড়া গোলে শিরোপা জিতল আল নাসর

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৩ August ২০২৩ ১৩:৫২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৩ August ২০২৩ ১৩:৫২

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতিহাসে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতল আল নাসর। টুর্নামেন্টে প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়নের স্বাদ পেল তারা। তাও আবার ১০ জন নিয়ে খেলে অতিরিক্ত সময়ে। এটা শুধু আল নাসরের নয়, চলতি বছরের শুরুতে ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও প্রথম শিরোপা।

কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আল-হিলালকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পায় আল নাসর।

এই টুর্নামেন্টে রোনালদো সর্বোচ্চ ৬টি গোল করে গোল্ডেন বুট জিতেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩টি গোল করেন আল-ইত্তিহাদের করিম বেনজেমা। আল-হিলালের সার্বিয়ান মিডফিল্ডার সার্জেজ মিলিনকোভিচ-সাভিচ হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।



আপনার মূল্যবান মতামত দিন: