odhikarpatra@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ঢাকা-মাওয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩ ০১:৩৬

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৩ ০১:৩৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ নাইম (২৪) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত  নাইম মাদারীপুর জেলার রাজৈর থানার আবুল বাশারের ছেলে।

পুলিশ সূত্রে জানাযায়, নাইম তার ঢাকা মেট্রো-হ ২৪-৯৮২৭ মটর সাইকেল দিয়ে ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের গার্ড রেলিংয়ের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই  মৃত্যু বরণ করে । পরবর্তীতে হাসাড়া হাইওয়ে থানার মোবাইল ডিউটি পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃত দেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে  মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ সিরাজদিখান থানায় হস্তান্তর করে। 

হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বলেন,  ঢাকাগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে চালতি পাড়া এলাকায় সড়কের রেলিং এর সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নাঈম নামের এক ব্যক্তি মারা যায়। পরবর্তীতে আমাদের ডিউটি পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে এসে সুরতহাল  রিপোর্ট প্রস্তুত করে সিরাজদিখান থানায় হস্তর করে।  

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: