odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

হঠাৎ পদত্যাগ করলেন ইতালির কোচ মানচিনি

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ১৪ August ২০২৩ ০৬:৫৬

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ১৪ August ২০২৩ ০৬:৫৬

হুট করেই ইতালির জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছেড়ে দিলেন রবার্তো মানচিনি। বিশ্বকাপের মূলপর্বে খেলতে না পারার ব্যর্থতার পরও ইতালির ফুটবল ফেডারেশন তার ওপর আস্থা রেখেছিল। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। এর তিন বছর আগেই হুট করে দায়িত্ব ছাড়লেন ৫৮ বছর বয়সী এই কোচ।

দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইতালি ফুটবল কর্তৃপক্ষ।

ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেডারেশন ঘোষণা করছে যে রবার্তো মানচিনির পদত্যাগপত্র গতকাল সন্ধ্যায় গ্রহণ করা হয়েছে। ২০১৮ সালের মে মাসে তার যাত্রা শুরু হয়েছিল, শেষ হলো ২০২৩ নেশনস লিগের চূড়ান্ত পর্ব দিয়ে। এর মধ্যে দিয়ে আজ্জুরিদের ইতিহাসের একটি উল্লেখযোগ্য পাতা বন্ধ হয়ে গেল।



আপনার মূল্যবান মতামত দিন: