
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, জাতিকে ধ্বংস করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এ দুই হত্যাকাণ্ডের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি গতকাল মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবসের তাত্পর্য তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, ‘আমার মতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য।
ঠিক সেই হিসাব-নিকাশ থেকেই ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়, যাতে জাতি দিন দিন ধ্বংসের দিকে যায়। সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারপর আমাদের এগোতে হবে। অন্যথায় বারবার। আমরা বিপদের সম্মুখীন হতেই থাকব।
আপনার মূল্যবান মতামত দিন: