odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

নাটকীয় জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ August ২০২৩ ১৯:০৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ August ২০২৩ ১৯:০৯

মঙ্গলবার রাতে আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির বিপক্ষে মাঠে নেমেছিল সৌদি ক্লাব আল নাসর। রিয়াদে অনুষ্ঠিত এই ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আল নাসর। ফলে এএফসি চ্যাম্পিয়নস লিগের জন্য কোয়ালিফাই করেছে তারা।

পিছিয়ে পড়া ম্যাচের শেষ ৯ মিনিটে ৩ গোল করে প্লে-অফের বাধা টপকেছে রোনালদো-সাদিও মানেরা। শাবাব আল-আহলির বিপক্ষে তাদের জয় এসেছে ৪-২ গোলে। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের মূল পর্ব নিশ্চিত করল আল নাসর।



আপনার মূল্যবান মতামত দিন: