
সৌদি আরবের বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় মক্কায় আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। আজ শুক্রবার (২৫ আগস্ট) শুরু হয়ে ১০ দিন পর্যন্ত চলবে। দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতার ৪৩তম এ পর্বে অংশ নেবেন শতাধিক দেশের প্রতিযোগীরা।
সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ আলে শায়খ জানিয়েছেন, খাদিমুল হারামাইনের সার্বিক সহযোগিতায় ৪৩তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পবিত্র কোরআনের হিফজসহ সংশ্লিষ্ট পাঁচটি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্বের ১১৭টি দেশের ১৬৬ প্রতিযোগী তাতে অংশ নেবেন। তাঁদের সহযাত্রী হিসেবে আরো ৫০ জন থাকবেন। প্রতিযোগিতার পাঁচ ক্যাটাগরিতে বিজয়ীরা ৪০ লাখ সৌদি রিয়াল পুরস্কার পাবেন।
সূত্র : গালফ নিউজ
আপনার মূল্যবান মতামত দিন: