odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

তানোর পৌর আওয়ামী লীগের সম্মেলন পূর্বক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি | প্রকাশিত: ৩১ August ২০২৩ ০৫:০০

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৩১ August ২০২৩ ০৫:০০

তানোর প্রতিনিধি: আগামী ১ লা সেপ্টেম্বর রাজশাহীর তানোর পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলের দিকে পৌর আওয়ামী লীগ আয়োজতি গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে এপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সহসভাপতি প্রধান শিক্ষক আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহাব হোসেন লালু,দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজন, ভাইস চেয়ারম্যান কৃষক লীগের সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, আওয়ামীলীগ নেতা তারেক সরকার কাউন্সিলর তাসির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, কাউন্সিলর রোকনুজ্জামান জনি, আলফাজ, লতিফ প্রমুখ। তবে প্রস্তুতি সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র ইমরুল হক উপস্থিত ছিলেন না। তিনি বলেন, আমাকে কিছুই বলা হয়নি, আর কিছু জানিনা।



আপনার মূল্যবান মতামত দিন: