odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

বৃষ্টিতে ভারত-পাকিস্তানের ম্যাচ পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ September ২০২৩ ০৫:২৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ September ২০২৩ ০৫:২৮

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি গত এক দশক ধরেই কালেভদ্রে দেখা যায়। সেই অগ্নিগর্ভ ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায়, এর চেয়ে দুঃখের আর কী হতে পারে দর্শকদের জন্য? এশিয়া কাপে আজ এমন ঘটনাই ঘটল। ভারত ২৬৬ রানে অলআউট হওয়ার পর পাকিস্তান আর ব্যাটিংয়েই নামতে পারেনি। দফায় দফায় বৃষ্টিতে ভেসে গেল ম্যাচটি।

ভারত-পাকিস্তানের মর্যাদার লড়াই হলো পরিত্যক্ত।

এর আগে পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে ২৬৬ রানে অল-আউট হয় ভারত। শুরু থেকেই পাকিস্তানের তিন পেসারের সামনে রোহিত শর্মারা নাকাল হয়ে যায়। ভারতের সবগুলো উইকেটই নিয়েছেন পাকিস্তানের এই তিন পেসার।

পরবর্তীতে বৃষ্টির কারণে পাকিস্তান আর ব্যাটিংয়ে নামতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: