odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

সিরাজদিখানে ৮৫জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সংবর্ধনা

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ৪ September ২০২৩ ০০:৫৭

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ৪ September ২০২৩ ০০:৫৭

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রবিবার (৩ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা মঞ্চ থেকে প্রতিজন শিক্ষার্থীকে ক্রেস্ট ও গাছের চাড়া প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো, শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক  আবুজাফর রিপন বিপিএএ  ও সম্মানিত অতিথি  মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার  মোহাম্মদ আসলাম খান উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত, সহকারী কমিশনার (ভূমি)উম্মে হাবিবা ফারজানা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদ চেয়ারম্যান মঈনুল হাসান ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান  এ্যাডভোকেট তাহমিনা আক্তার, সিরাজদিখান  থানার অফিসার ইনচার্জ মো, মুজাহিদুল ইসলাম ।

এসময়য় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন: