বাজে পারফরম্যান্স এবং ফিটনেসের অভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। আপাতত তিনি জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নেই বলেই এত দিন শোনা গেছে। দল থেকে বাদ পড়েও মিরপুর শেরেবাংলায় নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে ফেরানোর একটা আলোচনা আছে। আসলে কী ঘটবে এই দুজনের ভাগ্যে?
এশিয়া কাপ খেলতে লাহোরে থাকা অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্দিকা হাথুরাসিংহেও ভিডিও কলে সেই সভায় যোগ দেন।
সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সেপ্টেম্বরের শেষদিকে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। এদিকে আবার এশিয়া কাপের পর এ মাসের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজে মাহমুদ উল্লাহ ও মোসাদ্দেকের সুযোগ হতে পারে বলে মন্তব্য করেন পাপন, ‘ওদের সুযোগ থাকবে খেলার। আমার মনে হয়, আমি জানি খেলবে।
আপনার মূল্যবান মতামত দিন: