
মক্কায় অনুষ্ঠিত ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি আলেম হাফেজ মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খান।
গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে তাঁকে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়। ওই সময় সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে প্রতিযোগিতার বিচারক ও বিজয়ীদের হাতে সম্মাননা পদক তুলে দেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান।
ড. ওয়ালীয়ুর রহমান খান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকায় আয়োজিত দেশের সর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর’-এর বিচারক ছিলেন তিনি। একজন বাংলাদেশি হিসেবে এবারই প্রথম তিনি মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
আপনার মূল্যবান মতামত দিন: