odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে চমক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ September ২০২৩ ১৭:৫০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮ September ২০২৩ ১৭:৫০

বাছাইপর্বে রানার্সআপ হয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস। স্কট এডওয়ার্ডসকে অধিনায়ক রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস।

বাছাইপর্বের মতো বিশ্বকাপের মূল আসরেও দলে জায়গা হয়নি পেসার ফ্রেড ক্লাসেনের। এছাড়া বিশ্বকাপের টিকিট পাননি টিম প্রিঙ্গল ও টম কুপারও। দলে আছেন অনভিষিক্ত সাইব্রান্ড এঙ্গেলব্রেখট।

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এর পরের দিনই অবশ্য মাঠে নামবে নেদারল্যান্ডস। হায়দরাবাদে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

নেদারল্যান্ডেসের বিশ্বকাপ স্কোয়াড: 
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক ও'ডাউড, বাস ডি লিডি, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ফন মেকেরেন, কলিন অ্যাকারম্যান,রুলফ ফন ডার মারওয়ে, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শারিজ আহমেদ, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট।



আপনার মূল্যবান মতামত দিন: