ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

প্রথম ম্যাচ প্রথম জয় দিয়ে শুরু সিলেট সিক্সার্স

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৭ ১৯:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৭ ১৯:৪৩

৯ উইকেটে জয়ী সিলেট সিক্সার্স ।শুরুতে ব্যাৃট করতে নেমে ঢাকা ঢাইনামাইটস সংগ্রহ করেন ১৩৬/৭ ।ইভিন লুইস ২৬ ,কুমার সাঙ্গাকারা ৩২ সাকিব আল হাসান ২৩ পোলার্ড ১১ ।বল সফলতা পান নাসির হোসেন ,আবুল হাসান,প্লাংকেট এই ৩ জন ২টি করে উইকেট অর্জন করেন ।

১৩৬ রান তারা করতে নেমে আন্দ্রে ফ্লিচার ও উপুল থারাঙ্গা উদ্বোধনী জুটিতে গড়েন ১২৫ রানের পার্টনারশিপ ।আন্দ্রে ফ্লিচার৬৩ থারাঙ্গা ৬৯

 



আপনার মূল্যবান মতামত দিন: