ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাশরাফি-বিন-মুর্তজার জার্সি নম্বর ০ (শূন্য)।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৭ ১৪:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৭ ১৪:০৫

 অধিকারপত্রঃ

হার্শেল গিবস অনেক দিন ধরেই পরেছেন জার্সি নং ০(শূন্য) । এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধি-নায়ক পরছেন জার্সি নং ০ (শূন্য) ।
মাশরাফি বিন মুর্তজা বলেছেন , তিনি অনুপ্রাণিত হয়েছেন গিবসের একটা সাক্ষাৎকারের খবর পড়ে। সেখানে সাবেক দঃ আফ্রিকার ওপেনার বলেছেন আবারও শূন্য থেকে শুরু করার বিষয়টি।

শূন্য (০) থেকে শুরু করতেই এবার বিপিএলে জার্সি নং বদলেছেন মাশরাফি। ক্যারিয়ারের প্রথমে পরতেন ২০ নম্বর জার্সি । পরে তাঁর ০২ নম্বর জার্সিই হয়ে গেল বিরাট ব্র্যান্ড ম্যাশকে দেখেই তাসকিন নিয়েছেন ৩ এবং আল আমিন ৪। তাসকিন বলেছিলেন, মাশরাফি ভাইকে আমি গুরু মানি। গুরুর পরেই তো শিষ্যর স্থান থাকে! তার ফলে ২ এর পর ৩ । আল আমিনের উপস্থাপন করেনÑমাশরাফি ভাই আমার আদর্শ। ওনার জার্সি নং ২ নম্বর আমার অনেক প্রিয়। ২*২ গুণ করলে কী হয়?

গত-কাল সংবাদ সম্মেলনে বিষয়টা উঠতেই রংপুর রাইডার্সের অধিনায়কের মুখে হাসি, দুইটা বিষয় আছে। কিছু-দিন আগে একটা সাক্ষাৎকারে হার্শেল গিবসের আবারও ০ শূন্য থেকে শুরু করা। শুরুতে আমার জার্সি নম্বর ছিল ২০। ওই সময় শূন্য কেটে দিয়েছিলাম। এখন ২ বাদ দিয়ে শূন্য হয়ে গেছি! শূন্যস্থান-পূরণ বলতে পারেন।
ক্রিকেটের এই সংক্ষিপ্ততর আসরে বাংলাদেশ দলের অধ্যায়টা চুকে যাওয়ার পর মাশরাফি রংপুর রাইডার্সের হয়ে এই বিপিএল শুরু করতে চান ০ (শূন্য) থেকে



আপনার মূল্যবান মতামত দিন: