odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

প্রীতি ম্যাচে ফ্রান্সকে হারালো জার্মানি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ September ২০২৩ ১৯:০৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ September ২০২৩ ১৯:০৫

ফ্রান্সকে হারিয়ে জয়ের ধারায় ফিরল জার্মানি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সকে হারিয়েছে ২-১ গোলে। বিশ্বকাপের ফাইনালে খেলা দলটির এই পরাজয়কে অনেকটাই ‘শকিং’ বলছে ইউরোপিয়ান স্পোর্টস। 

প্রথমার্ধেই  ফ্রান্সের জালে বল জড়িয়ে দেন থমাস মুলার। পরে গোলটি এসেছে লেরয় সানের কাছ থেকে। ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্তোনিও গ্রিজম্যান। এদিন এমবাপ্পেবিহীন দলটির কারিশমা চোখে পড়েনি। অবশ্য ৮৯ মিনিটে গ্রিজম্যানের দেয়া গোলে ব্যবধান কমায় ফ্রান্স। নির্ধারিত সময় শেষে ২-১ গোলের ব্যবধানে স্বাগতিক জার্মানির কাছে পরাজিত হয় ফ্রান্স।



আপনার মূল্যবান মতামত দিন: