ঢাকা | সোমবার, ৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন

odhikar patra | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩

odhikar patra
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৩

মোঃ সুজন বেপারী -স্টাফ রিপোর্টার- আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, দেশকে দারিদ্র, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে ও পুলিশ মানুষের বন্ধু, তাই মানুষের কল্যাণে কাজ করতে হবে । আমি আপনাদের জন্য সব সময় নিয়োজিত হয়ে কাজ করে যেতে চাই। পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন তিনি আরো বলেন-” এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ- বৃষ্টিতে ফসল ফলানো কৃষক, তাদের জন্য লিখুন। জাতীর জনক বঙ্গবনধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন ২০৪১ সফল করতে হলে সবাইকে সৎভাবে পরিশ্রম করতে হবে। দেশকে দারিদ্র, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে দেশের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। দারিদ্রতার বিরুদ্ধে দেশের প্রতিটি নাগরিককে কাজ করতে হবে। এদেশের কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সকলের সন্তানকে সমানভাবে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে যেতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: