odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাসিম শাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ September ২০২৩ ১৫:৩৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ September ২০২৩ ১৫:৩৬

ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বোলিং করার সময় ইনজুরির শিকার হয়েছিলেন পাকিস্তানের নাসিম শাহ। পরে আর ব্যাট করতে পারেননি এই পেসার। এবার জানা গেল, এশিয়া কাপই শেষ হয়ে গেছে নাসিমের।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, এ সপ্তাহে ভারতের বিপক্ষে ম্যাচে নাসিম ডান কাঁধে চোট পান।

তিনি পাকিস্তান দলের মেডিক্যাল প্যানেলের তত্ত্বাবধানের রয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নাসিমের বদলি হিসেবে জামান খানকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। জামান এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

নাসিমের মতো ভারতের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন আরেক পেসার হারিস রউফও। তবে এখনো স্কোয়াডে রয়েছেন রউফ। বিবৃতিতে দুই পেসার সম্পর্কে পিসিবি জানায়, ‘এই দুই পেসার হলো আমাদের সম্পদ। মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে তাদেরকে সেরা ট্রিটমেন্টটা দেবে মেডিক্যাল টিম।’



আপনার মূল্যবান মতামত দিন: