ঢাকা | বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কলম্বোতে আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩২

আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এবারের এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

সুপার ফোর পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরে এরই মধ্যে টুর্নামেন্টের ফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ম্যাচটি হলো নিয়মরক্ষার। এ ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন



আপনার মূল্যবান মতামত দিন: