odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে : বাণিজ্যমন্ত্রী

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ১৭ September ২০২৩ ০২:৫৫

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ১৭ September ২০২৩ ০২:৫৫

নিজস্ব প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা রংপুর জেলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য সুরক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছে, যা করতে আগে অনেক টাকা খরচ করে আমাদেরকে ভারত যেতে হতো। রংপুরে স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আমরা মাদকমুক্ত একটি সমাজ গড়তে চাই। আমাদের সন্তান মাদকে ডুবে ধ্বংস হয়ে যাক এটা কারও কাম্য নয়। সুন্দর সমাজ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

আরপিএমপি কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল চন্দ্র রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ কুমার সাহা, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটো প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক চিকিৎসক নগরীর অন্তত দুই হাজারের বেশি মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন। সেবাগ্রহীতাদের মধ্যে বেশির ভাগই অসহায়, দুঃস্থ, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। তারা আরপিএমপির এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: