odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

ঢাবিতে পড়বেন হৃদয়-মোরসালিন-জিকু-ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ September ২০২৩ ২১:২৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ September ২০২৩ ২১:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ পেয়েছেন ক্রিকেটার তাওহীদ হৃদয়, ফুটবলার আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, ঋতুপর্ণা চাকমা ও তিরন্দাজ দিয়া সিদ্দিকীসহ ৪৯ খেলোয়াড়। রবিবার খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

খেলোয়াড় কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত ৪৯ পেশাদার খেলোয়াড়ের মধ্যে ক্রিকেট থেকে সর্বোচ্চ ১২ জন ও ফুটবল থেকে ৬ জন সুযোগ পেয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালে উপস্থিত হয়ে বিষয় পছন্দের ফরম কলা অনুষদ ডিন অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ ও তা পূরণ করে উক্ত অফিসে জমা প্রদান করতে হবে। 

উল্লেখ্য, গত ৪ জুলাই নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ভর্তি কমিটির এক সাধারণ সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ঢাবিতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরদিন থেকে দেশের বিভিন্ন বিভাগের পেশাদার ক্রীড়াবিদরা মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেন।



আপনার মূল্যবান মতামত দিন: