odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

শ্রীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি | প্রকাশিত: ১৯ September ২০২৩ ০০:৪৯

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ September ২০২৩ ০০:৪৯

এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ জেলা পর্যা‌য়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা,‌ও কার‌গিরী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতি‌যো‌গিতায় মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শ্রীনগর স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালিকা বিভাগের খেলায় শ্রীনগর ইউনিয়নের আরধীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বীরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বালক বিভাগে হাঁসাড়া ঢালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ প্রাইমারী স্কুলের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: