
অধিকারপত্র ডেস্ক
একটি ভীতসন্ত্রস্ত হাতি তার বাচ্চা নিয়ে একদল মানুষের কাছ থেকে দূরে পালাচ্ছে। তাদের পায়ের নিচে জ্বলছে আগুন। ভারতের পশ্চিম বঙ্গের বাঁকুড়ায় এমন দৃশ্যের ছবি তুলেছিলেন বিপ্লব হাজরা। ছবিটি এবছরের স্যাঙ্কচুয়ারি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পুরস্কার জিতে নিয়েছে।
'হেল ইজ হিয়ার' বা 'এটাই নরক' শিরোনামের ছবিটিতে ভারতে মানুষের মাঝখানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হাতির সংগ্রাম দেখানো হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে একদল হাতি দুটো তাদের দিকে ছুঁড়ে মারা জ্বলন্ত আলকাতরা আর পটকা থেকে বাঁচার জন্য পালাচ্ছে। মা-হাতিটির দুটো কান সামনের দিকে তাক করা। দেখে মনে হচ্ছে সে ও তার বাচ্চা আতঙ্কে দিশেহারা হয়ে চিৎকার করছে।
ছবিতে দুটি হাতির পায়ের নিচেই দেখা আগুন জ্বলতে দেখা যাচ্ছে। বাচ্চা হাতিটির পিঠের উপরেও দেখা যাচ্ছে একটি আগুনের গোলা। তাদের পেছনে দেখা যাচ্ছে একদল মানুষ।
স্যাঙ্কচুয়ারি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পুরস্কার দেয় মুম্বাই ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারা জীববৈচিত্র্য নিয়ে কাজ করে।
পুরস্কার ঘোষণার পর ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় ব্যপক সমালোচনা। অনেকেই মানুষের দানবীয় আচরনের সমালোচনা করেন।
পৃথিবীর ৭০ ভাগ হাতি ভারতে বাস করে। আনুমানিক ৩০ হাজার হাত রয়েছে দেশটিতে। তার মধ্যে পশ্চিম বঙ্গে রয়েছে ৮০০ হাতি।
দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানায় ২০১৪ সালের এপ্রিল মাস থেকে ২০১৭ সালের মে মাস পর্যন্ত সেখানে ৮৪টি হাতি মারা হয়েছে। যারা অবৈধভাবে বন্যপ্রাণী শিকার করে তারা হাতির দাঁতের জন্য প্রাণীটিকে হত্যা করছে।
আপনার মূল্যবান মতামত দিন: