
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে রাখা হয়েছিল তাসকিন আহমেদকে। আগামীকালের শেষ ওয়ানডেতে তাঁকে দলে ফেরানো হয়েছে। যদিও কাল তাসকিনকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পেটের পীড়ায় ভুগছেন এই পেসার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তাসকিনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাসকিনের দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী দেবাশীষ, ‘তাসকিনের কোনো চোট নেই। তার একটু ফুড পয়েজনিং হয়েছে। আমার মনে হয়, সে ঠিক হওয়ার পথে।
তাকে বিশ্রাম নিয়ে ঔষধ খেতে পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু ফুড পয়েজিংয়ের ব্যাপার, সেরে উঠতে একদিনও লাগতে পারে দুদিনও লাগতে পারে।’
আপনার মূল্যবান মতামত দিন: