ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভিসা নীতি স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১০

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নানা কথা ভিসা নীতি নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি যুক্তরাষ্ট্রের। তারা কাকে ভিসা দেবে, না দেবে এটা তাদের ব্যাপার। এটি নিয়ে আমরা মাথা ঘামাই না।

আমাদের সঙ্গে সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত চমৎকার। ভিসা নীতি একটি বিচ্ছিন্ন বিষয়। তবে আমি মার্কিন রাষ্ট্রদূতের একটি কথায় উদ্বিগ্ন। সেটি হচ্ছে, তিনি বলেছেন, ভিসা নীতির আওতায় গণমাধ্যমও আসবে।

এটি গণমাধ্যমের সাথে সাংবাদিক, কলামিস্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা মনে করছেন, এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ।  
 
মন্ত্রী মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। 


আপনার মূল্যবান মতামত দিন: