odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

আমার ৫ সেঞ্চুরি কিছু যায় আসে না,বিশ্বকাপ জিততে চাই: রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৭:৫৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ September ২০২৩ ১৭:৫৬

বিশ্বকাপের আগে একটি বিশেষ সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেখানে তিনি জানিয়েছেন কোন ব্যক্তির জন্য নয় তিনি শুধুমাত্র বিশ্বকাপটি দেখতে পাচ্ছেন। অর্থাৎ ব্যক্তিগত রেকর্ড এর থেকে তার লক্ষ্য বিশ্বকাপ জেতা।

বিশ্বকাপ প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, “আমাদের দল যথেষ্ট পরিশ্রম করছে। আমরা ভালো ছন্দে আছি। তাই আমরা চাই বিশ্বকাপ জিততে, এটি আমার দ্বিতীয় বিশ্বকাপ হতে চলেছে। আগের দুটি বিশ্বকাপ আমরা জিততে পারিনি। তাই এবার সেই ভুলগুলি সংশোধন করে বিশ্বকাপ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।

২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা ৫ টি সেঞ্চুরি করেছিলেন। সেই প্রসঙ্গে রোহিত বলেন, ” ২০১৯ বিশ্বকাপের আগে আমি কঠোর পরিশ্রম করেছিলাম ভালো ছন্দে ছিলাম তাই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করেছিলাম। তবে সেমিফাইনালে হারতে হয়েছিল আমাদের। বিশ্বকাপে আমি পাঁচটি সেঞ্চুরি করি কিংবা একটিও না করে সেটা আমার কাছে কিছু আসে যায় না। আমার এবং আমাদের দলের প্রধান লক্ষ্য বিশ্বকাপ জেতা।”



আপনার মূল্যবান মতামত দিন: