odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

সিরাজদিখানে নিখোঁজের একদিন পর অটোচালকের লাশ উদ্ধার

আহসানুল ইসলাম আমিন | প্রকাশিত: ২ October ২০২৩ ১৬:৪৩

আহসানুল ইসলাম আমিন
প্রকাশিত: ২ October ২০২৩ ১৬:৪৩

নিজস্ব প্রতিবেদক :

সিরাজদিখানে নিখোঁজের একদিন পর মো.নেকবর হোসেন (২২) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ অক্টোবর ) সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এন আর বি নামক একটি ইটভাটার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বালুচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.ওয়াসিম আহমেদ জানান, রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নেকবর। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সোমবার সকালে গ্রামের একটি ইটবাটার কাছে লাশ পাওয়া যায় ।

এবিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুজাহিদুল ইসলাম জানান, আমরা ধারনা করছি হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্রবৃত্তরা । ঘটনাস্থলে আমাদের পুলিশ আছে ,বিষয়টি আমরা দেখছি ,আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে ।



আপনার মূল্যবান মতামত দিন: