
আমলাতান্ত্রিক জটিলতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন ‘জটিলতা’র প্রতিবাদে এক দিনের কর্মবিরতি পালন করেছেন জার্মানির ডাক্তাররা। সোমবার জার্মানিজুড়ে প্রায় ১০ হাজার ডাক্তার এই কর্মবিরতি পালন করেন।
এতে বন্ধ ছিল ক্লিনিক ও চিকিৎসাসেবা। কিন্তু কর্মবিরতি শুধু সোমবার পালিত হলেও সপ্তাহান্তে (শনি ও রবিবার) এবং সেই সঙ্গে মঙ্গলবারের সাধারণ ছুটির দিন মিলিয়ে টানা চার দিন ব্যাহত হয়েছে চিকিৎসাসেবা।
এই পরিস্থিতিতে বিপাকে থাকা রোগীরা বলছে, ডাক্তাররা কৌশল অবলম্বন করে সোমবার কর্মবিরতি পালন করেছেন। রোগীদের একটি সংগঠনের দাবি, ডাক্তারদের এই কৌশলের কারণে দুর্বল ও অসুস্থরা প্রাথমিকভাবে ক্ষতির মুখে পড়েছে।
অন্যদিকে ডাক্তারদের দাবি সরকারের বিদ্যমান স্বাস্থ্যনীতি জীবনযাত্রার বাড়তি ব্যয় মেটানোয় সহায়ক নয়, দাবি ডাক্তারদের। একই সঙ্গে আমলাতান্ত্রিক জটিলতার চাপ তাদের জন্য সার্বিক পরিস্থিতি আরো বেশি জটিল করে তুলছে, বলছেন এই পেশাজীবীরা।
এদিকে বেতন বাড়ানোর বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যেই ডাক্তাররা নিয়মিত রোগী দেখেন, তাদের বাৎসরিক আয় গড়ে বছরে প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: