odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 7th December 2025, ৭th December ২০২৫

রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় ইবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

odhikarpatra | প্রকাশিত: ৩০ July ২০২৫ ২২:৪৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ July ২০২৫ ২২:৪৬

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের আয়োজনে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম খতিব আশরাফ আলী খান।

বুধবার (৩০ জুলাই) যোহর নামাজ পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে দলটির নেতাকর্মীরা।


বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ইবি ইউট্যাবের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ, কর্মকর্তা তোজাম্মেল হক মন্ডল, বাচ্চু, শাখা ছাত্র শিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান।

আরো ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, মুক্তাদির রহমান, রাকিব হাসান সাক্ষর, আল-আমিন, আসাদ তৌফিক, রিফাত, রিয়াজ প্রমূখ।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: