odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

বিশ্বকাপের প্রাইজমানি ১ কোটি ডলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ October ২০২৩ ২৩:১৫

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪ October ২০২৩ ২৩:১৫

আগামীকাল ভারতে শুরু হওয়া ১৩তম ওয়ানডে বিশ্বকাপের বিশ্বকাপের মোট প্রাইজমানি ১ কোটি ডলার। এরমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার। রানার্স আপ দল পাবে ২০ লাখ ডলার।

সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে মোট ১৬ লাখ ডলার। সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন না করা লিগ পর্ব থেকে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ করে সর্বমোট ৬ লাখ ডলার।

লিগ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে ১৮ লাখ ডলার। এবারের বিশ্বকাপে ১০ ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিগ পর্বে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলবে। 



আপনার মূল্যবান মতামত দিন: